আমাদের শর্তাবলী (টার্মস এন্ড কন্ডিশন) সম্পর্কে জানুন
Physics Study BD-এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা অন্য কোনো সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মতি প্রদান করছেন। অনুগ্রহ করে ব্যবহারের আগে এই নীতিগুলো ভালোভাবে পড়ে নিন।
🔹 ১.আমাদের ক্লাস, সাজেশন ও শিক্ষাসামগ্রী শুধুমাত্র ব্যক্তিগত শেখার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে।
কোনো কনটেন্ট অনুমতি ছাড়া কপি, রেকর্ড, বা পুনঃপ্রচার করা যাবে না।
লগইন তথ্য (User ID ও Password) অন্যের সঙ্গে শেয়ার করা নিষিদ্ধ।
🔹 ২. সকল কোর্স, বই ও সেবার মূল্য Physics Study BD কর্তৃক নির্ধারিত।
একবার সাবস্ক্রিপশন বা বুকিং সম্পন্ন হলে তা ফেরতযোগ্য নয় (non-refundable)।
পেমেন্ট সিকিউরভাবে অনুমোদিত গেটওয়ের মাধ্যমে সম্পন্ন হয় (যেমন SSLCommerz, bKash, Nagad ইত্যাদি)।
🔹 ৩. কনটেন্ট মালিকানা Physics Study BD-এর সমস্ত ক্লাস, ভিডিও, বই, ডিজাইন ও লোগো আমাদের কপিরাইট সুরক্ষিত সম্পদ।
অনুমতি ছাড়া এগুলোর যেকোনো অনুলিপি বা পুনর্বিতরণ আইনি অপরাধ হিসেবে গণ্য হবে।
🔹 ৪.আমরা সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের সর্বোচ্চ চেষ্টা করি, তবে কোনো ভুল বা প্রযুক্তিগত সমস্যার কারণে সৃষ্ট ক্ষতির দায় Physics Study BD বহন করবে না।
🔹 ৫. Physics Study BD প্রয়োজন অনুসারে যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন বা হালনাগাদ করতে পারে। নতুন নীতিমালা প্রকাশের পর তাৎক্ষণিকভাবে তা কার্যকর হবে।


